অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যার ভ্রূকুটি
টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপদ সীমা ছুঁতে চলেছে তোর্সা,সঙ্কোশ, রায়ডাক নদীর জল। জলমগ্ন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা।ভুটানে টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের সব নদীতেই জল বেড়েছে। তোর্সা, রায়ডাক, সঙ্কোশ নদীর জল হলুদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে। ঘুঘুমারিতে বিপদসীমা ছুঁইছুঁই তোর্সা নদীর জল। তুফানগঞ্জেও জল বেড়েছে তোর্সার।
ব্যুরো রিপোর্ট: টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপদ সীমা ছুঁতে চলেছে তোর্সা,সঙ্কোশ, রায়ডাক নদীর জল। জলমগ্ন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা।ভুটানে টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের সব নদীতেই জল বেড়েছে। তোর্সা, রায়ডাক, সঙ্কোশ নদীর জল হলুদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে। ঘুঘুমারিতে বিপদসীমা ছুঁইছুঁই তোর্সা নদীর জল। তুফানগঞ্জেও জল বেড়েছে তোর্সার।
টানা বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারেও। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কুমারগ্রামের সংকোশ বাজার ও সংলগ্ন বেশকয়েকটি গ্রাম। বেশকয়েকটি গ্রামের প্রায় শতাধিক বাড়িতে সঙ্কোশ নদীর জল ঢুকেছে। বাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়।
বাসিন্দাদের অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কুমারগ্রামের বিডিও জানিয়েছেন আগামিকালই ঘটনাস্থলে যাবেন প্রশাসনিক কর্মীরা। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে ঠাকুয়াঝোড়া ও গাদং দুনম্বর গ্রাম পঞ্চায়েত। গিরান্ডি, ডুডুয়া,কলি নদীর জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসনও। জল জমেছে ভারত-ভুটান সীমান্তের জাতীয় সড়কেও। বানারহাট থেকে মালবাজারের রাস্তাও জলমগ্ন।