বিষাক্ত ঘা নিয়ে হাসপাতালের সামনেই কাতরাচ্ছিলেন ভিনদেশী, গ্রামবাসীরাই নিয়ে গেলেন হাসপাতালে
পায়ে বিষাক্ত ঘা নিয়ে গ্রামে এসেছিলেন একজন ভিনদেশী। মুমুর্ষু অবস্থায় গ্রামের হাসপাতালের সামনে পড়ে ছিলেন। ডাক্তার স্বাস্থ্য কর্মীরা কোনও চিকিত্সা করেননি। এগিয়ে এসেছেন গ্রামেরই কয়েকজন। দেখেও দেখে না কেউ। যন্ত্রের অবিরাম চিত্কারে ঢেকে যায় যন্ত্রনার কাতরানি।
এ সময় এমন সময় আড়চোখেও কেউ দেখে না কাউকেই। তবু না দেখার ভানের অসততা নয়---এঁরা এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছেন--এগিয়ে আসাটাই স্বাভাবিক বলে। ঘুরতে ঘুরতে বড়জোড়ার পখন্নাতে এসেছিলেন মহদেব সি পখলে, পায়ে গা শিউরানো ঘা। পখন্না গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে পড়েছিলেন দিন দুয়েক। হয়তো ভেবেছিলেন হাসপাতালে চিকিত্সা হবে। ফিরেও দেখেনি হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্য কর্মীরা। ঘটনাটি চোখে পড়েছিল গ্রামের জনা কয়েক যুবকের। তাঁরা কাঁধে তুলে নেন অসুস্থ ভিনদেশী মানুষটির সেবার ভার।
তাঁরাই চাঁদা করে গাড়ি ভাড়া করে বাঁকুড়া মেডিক্যল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন অসুস্থ মানুষটিকে। একটাই কামনা ভিনদেশি মানুষটি যেন সুস্থ হয়ে ফিরে যেতে পারে নিজের বাড়িতে।