হাওড়ার ঘুসুড়ির বিস্তীর্ণ এলাকা জুরে শুরু গঙ্গার ভাঙন
গঙ্গার ভাঙনের কবলে এবার হাওড়া। ঘুসুড়ির প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদীভাঙন। হাওড়া পুরসভা বলেছে ভাঙন ঠেকানো তাদের কাজ নয়। পোর্ট ট্রাস্ট করবে। পরে অবশ্য মেয়র পারিষদ বলেছেন সেচ দফতরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
না মালদা বা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন বলে ভুল করবেন না। এই ছবি হাওড়ার। উত্তর হাওড়ার এক নম্বর ওয়ার্ডে নদী লাগোয়া প্রায় চার কিলোমিটার এলাকা এভাবেই একটু একটু করে চলে যাচ্ছে গঙ্গার গ্রাসে। জোয়ার আসলেই আতঙ্কে থাকেন মানুষজন। বহু বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গায়। এলাকার পুরনো একটি মন্দির যেকোনও সময় গ্রাস করবে নদী। বহু বাড়িতে দেখা দিয়েছে ফাটল। জন প্রতিনিধিদের সবটাই জানিয়েছিলেন এলাকার মানুষ।
এই উত্তর শোনার পর নিজেরাই টাকা তুলে গঙ্গার পাড়ে বালির বস্তা ফেলেছেন। কিন্তু, আটকাতে পারেননি নদীর ক্ষিদে। শেষপর্যন্ত ব্যবস্থার আশ্বাস মিলেছে পুরসভার পক্ষ থেকে। কিন্তু, সেচ দফতরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে নিতেই কি গঙ্গার গ্রাসে চলে যাবে না আরও কয়েকটি বাড়ি?