গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ মোর্চার
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড়ের জনসভায় তৃণমূলের বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগ করল তারা। গত শুক্রবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেমোর্চা জানিয়েছিল, বনধের রাস্তায় তারা আর যাবে না।
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড়ের জনসভায় তৃণমূলের বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগ করল তারা। গত শুক্রবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেমোর্চা জানিয়েছিল, বনধের রাস্তায় তারা আর যাবে না।
এমনকি, দলের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী বলেছিলেন, গোর্খাল্যান্ড এখন তাঁদের সিলেবাসে নেই। কিন্তু, আজকের জনসভায় মোর্চা নেতা রোশন গিরি বলেন, গোর্খাল্যান্ডের জন্যই তাঁরা লড়াই করছেন। জিটিএ তার প্রথম ধাপ। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই তাঁদের দাবির যৌক্তিকতা বুঝতে পারছে। তৃণমূল, মোর্চায় ভাঙন ধরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রোশন গিরি। আজ মোর্চার সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।