পাহাড়ের পুরভোটে নেই জিএনএলএফ
পাহাড়ে পুরভোট বয়কটের সিদ্ধান্ত নিল জিএনএলএফ। আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে না বলেই এই বয়কটের সিদ্ধান্ত। আগামী এগারোই ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ং এবং মিরিকের চুরাশিটি আসনে নির্বাচন হবে।
পাহাড়ে পুরভোট বয়কটের সিদ্ধান্ত নিল জিএনএলএফ। আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে না বলেই এই বয়কটের সিদ্ধান্ত। আগামী এগারোই ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ং এবং মিরিকের চুরাশিটি আসনে নির্বাচন হবে। কিন্তু, এই নির্বাচনে অংশ নিচ্ছে না জিএনএলএফ। পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ নেই এই অভিযোগে ভোট বয়কট করছে তারা। রবিবার জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং। জিএনএলএফ প্রধানের বক্তব্য গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচন হবে না বলেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে, চুরাশিটির মধ্যে ইতিমধ্যেই একাত্তরটি আসনে প্রার্থী দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এখনও পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি অখিল ভারতীয় গোর্খা লিগ। একই অবস্থান সিপিআইএম এবং সিপিআরএমেরও। ইতিমধ্যেই প্রাক নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিআইএম। এই পরিস্থিতিতে জিএনএলএফও প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে দাঁড়ানোয় পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।