শেষ পর্যন্ত, হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে হাত গুটিয়ে নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য শিল্পোন্নয়ন নিগমের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। হলদিয়া পেট্রোকেমের অন্যতম অংশীদার চ্যাটার্জি গোষ্ঠীর প্রধান পূর্ণেন্দু চ্যাটার্জিও জানিয়েছেন, পেট্রোকেমের সমস্যা সমাধানে সরকারকে শেয়ার হস্তান্তর করতে হবে। সবমিলিয়ে, জ্যোতি বসুর আমলে গড়ে ওঠা একসময়ে রাজ্যের ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি হলদিয়া পেট্রোকেমিক্যালসের মালিকানা এবার পুরোপুরি বেসরকারি সংস্থার হাতে চলে যাওয়ার পথে।

English Title: 
govt to transfer stake of hpl
Home Title: 

হলদিয়া পেট্রোকেমিক্যালসের মালিকানা ছাড়ছে রাজ্য

No
2065
Is Blog?: 
No
Section: