দশ তারিখও খোলা হচ্ছে না হলদিয়া পেট্রোকেমের শেয়ার বিক্রির দরপত্র
দশ তারিখও খোলা হচ্ছে না হলদিয়া পেট্রোকেমের শেয়ার বিক্রির দরপত্র। মন্ত্রিগোষ্ঠী সূত্রে খবর, ওই দিনেই ঘোষণা হবে দরপত্র খোলার দিন। শিল্পমহলের আশঙ্কা দশ তারিখের পর দরপত্র খোলা হলে তা বাতিলও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আরও আইনি জটে জড়িয়ে যাবে এখনই ধুঁকতে থাকা হলদিয়া পেট্রোকেমিক্যাল।
দশ তারিখও খোলা হচ্ছে না হলদিয়া পেট্রোকেমের শেয়ার বিক্রির দরপত্র। মন্ত্রিগোষ্ঠী সূত্রে খবর, ওই দিনেই ঘোষণা হবে দরপত্র খোলার দিন। শিল্পমহলের আশঙ্কা দশ তারিখের পর দরপত্র খোলা হলে তা বাতিলও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আরও আইনি জটে জড়িয়ে যাবে এখনই ধুঁকতে থাকা হলদিয়া পেট্রোকেমিক্যাল।
হলদিয়া পেট্রোকেমের ৪৯ শতাংশ শেয়ার ছেড়ে দিচ্ছে রাজ্য। সোমবার দিনভর তত্পরতার পরেও খোলা যায়নি সেই সংক্রান্ত দরপত্র।
শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর, শুধুমাত্র ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনই নির্দিষ্ট সময়ে দরপত্র জমা দিয়েছিল। প্রশ্ন ওঠে, বিশেষ কোনও সংস্থাকে সুবিধা করে দিতেই কি দরপত্র খোলার তারিখ পিছিয়ে দিল মন্ত্রিগোষ্ঠী? মঙ্গলবার আরও জটিল হয়েছে সেই জল্পনা।
শোনা যাচ্ছে দশ তারিখেও খোলা হবে না দরপত্র। সেদিন ঘোষণা হবে দরপত্র খোলার দিন। শিল্পমহলের আশঙ্কা, দশ তারিখও দরপত্র খোলা না হলে গোটা প্রক্রিয়াটাই বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে দরপত্র চাইতে হবে সরকারকে। এদিকে, ক্রমশ ক্ষতিতে চলা হলদিয়া পেট্রোকেমের শেয়ারের দাম ক্রমশ কমছে। সেক্ষেত্রে এখন যা দাম পাওয়া যাচ্ছে ভবিষ্যতে তা আদৌ মিলবে কি না তা নিয়ে সন্দিহান শিল্পমহল।