ভূমিকম্পে বেহাল দশা প্রাথমিক বিদ্যালয়ের

ভূমিকম্পে বেহাল দশা হুগলির চাঁপদানি লিচুবাগান হরিজন প্রাথমিক বিদ্যালয়ের। দুহাজার বারো থেকেই স্কুলবাড়িটির ভগ্ন দশা। সংস্কারের ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সোমবারের ভূমিকম্পে ফাটল আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা আর সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না। কোনওরকমে একটি ঘরে কোনায় ক্লাস নিচ্ছেন শিক্ষক। একশো ছিয়াত্তরের মধ্যে ছাত্রসংখ্যা কমে দাঁড়িয়েছে ছিয়ানব্বইতে। অবিলম্বে স্কুলভবনের সংস্কার না হলে আগামীদিনে স্কুল উঠে যাবে বলেই মনে করছেন শিক্ষকরা। স্কুল বাঁচিয়ে রাখতে কতৃপক্ষ সরকারের সাহায্যের দিকেই তাকিয়ে। তবে বিদ্যালয়ের ভগ্নদশা দেখেও সরকার কেন কোনও উপকারী ভূমিকা নেয়নি, তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

Updated By: Jan 5, 2016, 10:14 AM IST
ভূমিকম্পে বেহাল দশা প্রাথমিক বিদ্যালয়ের

ওয়েব ডেস্ক: ভূমিকম্পে বেহাল দশা হুগলির চাঁপদানি লিচুবাগান হরিজন প্রাথমিক বিদ্যালয়ের। দুহাজার বারো থেকেই স্কুলবাড়িটির ভগ্ন দশা। সংস্কারের ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সোমবারের ভূমিকম্পে ফাটল আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা আর সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না। কোনওরকমে একটি ঘরে কোনায় ক্লাস নিচ্ছেন শিক্ষক। একশো ছিয়াত্তরের মধ্যে ছাত্রসংখ্যা কমে দাঁড়িয়েছে ছিয়ানব্বইতে। অবিলম্বে স্কুলভবনের সংস্কার না হলে আগামীদিনে স্কুল উঠে যাবে বলেই মনে করছেন শিক্ষকরা। স্কুল বাঁচিয়ে রাখতে কতৃপক্ষ সরকারের সাহায্যের দিকেই তাকিয়ে। তবে বিদ্যালয়ের ভগ্নদশা দেখেও সরকার কেন কোনও উপকারী ভূমিকা নেয়নি, তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

.