হুগলীতে বোমা ফেটে মৃত ১

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। আহত দু`জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে হুগলির চাঁপদানির নুরি লেনে এঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম শেখ শাহবাজ। আহত ফিরোজ শেখ ও মহম্মদ সাহিল হাসপাতালে ভর্তি। প্রথমজনকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া জেলা হাসপাতালে। অন্যজন ভর্তি চন্দননগর হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Oct 4, 2013, 09:33 AM IST

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল একজনের। আহত দু`জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে হুগলির চাঁপদানির নুরি লেনে এঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম শেখ শাহবাজ। আহত ফিরোজ শেখ ও মহম্মদ সাহিল হাসপাতালে ভর্তি। প্রথমজনকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া জেলা হাসপাতালে। অন্যজন ভর্তি চন্দননগর হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

.