দ্বিতীয় হুগলি সেতুতে পথদুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত ৩

দ্বিতীয় হুগলি সেতুতে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। নাম নির্মল সরকার। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজন ভর্তি হাসপাতালে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Updated By: Jun 20, 2015, 10:32 AM IST
দ্বিতীয় হুগলি সেতুতে পথদুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত ৩

ব্যুরো: দ্বিতীয় হুগলি সেতুতে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। নাম নির্মল সরকার। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজন ভর্তি হাসপাতালে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার রাত দশটা নাগাদ হাওড়ার দিক থেকে কলকাতায় আসছিল একটি ট্রেলার। হঠাত্‍ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেল ও পর পর চারটি গাড়িকে ধাক্কা মারে। তারপর ডিভাইডারে ধাক্কা মারে। একটি গাড়ি অল্পের জন্য রক্ষা পেলেও তিনটি গাড়ি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। 

বাইক আরোহী সহ আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্‍সকরা নির্মল সরকারকে মৃত ঘোষণা করেন। 
চালক সহ ট্রেলারটিকে আটক করেছে পুলিস।

.