পারিবারিক কারণে গৃহবধূকে মারধরের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে
মানবিকতার বিন্দুমাত্র নিদর্শন সেখানে দেখা গেল না। শুধু তাই নয়, এমন নির্মম ঘটনার নজিরও খুব একটা নেই সাম্প্রিককালে। কিন্তু তাও ঘটল। আর তাঁকে নিরব থেকেই মুখ বুজে মার খেতে হল।
ওয়েব ডেস্ক : মানবিকতার বিন্দুমাত্র নিদর্শন সেখানে দেখা গেল না। শুধু তাই নয়, এমন নির্মম ঘটনার নজিরও খুব একটা নেই সাম্প্রিককালে। কিন্তু তাও ঘটল। আর তাঁকে নিরব থেকেই মুখ বুজে মার খেতে হল।
ঘটনা সূত্রে জানা গেছে, সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। বিয়ে হয় বছর দেড়েক আগে। বিয়ের পর থেকেই নানা কারণে তাঁকে মারধরের অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সঙ্গে রয়েছে নিকট আত্মীয়রাও। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাঠপুকুরের।
তদন্তে নেমে পুলিস জানতে পেরছে, পারিবারিক কারণেই তাঁকে মারধর বলে জানা গেছে। মহিলার মামাশ্বশুর ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এই ঘটনায় প্রথম থেকেই পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে।