২৯ বছর পর পালাবদল, বামেদের হাত থেকে হাওড়া পুরসভা এখন ঘাসফুলের দখলে, কাল শপথগ্রহণ
উনত্রিশ বছর পর পালা বদল। বামেদের হাত থেকে হাওড়া পুরসভায় শাসনের ব্যাটন এবার তৃণমূলের হাতে। কাল শপথগ্রহণ অনুষ্ঠান। বেলা একটায় মেয়র রথীন চক্রবর্তী সহ ৪৪ জন কাউন্সিলর শপথ নেবেন। গোটা পুরসভা ভবনে এখন চরম ব্যস্ততা।
উনত্রিশ বছর পর পালা বদল। বামেদের হাত থেকে হাওড়া পুরসভায় শাসনের ব্যাটন এবার তৃণমূলের হাতে। কাল শপথগ্রহণ অনুষ্ঠান। বেলা একটায় মেয়র রথীন চক্রবর্তী সহ ৪৪ জন কাউন্সিলর শপথ নেবেন। গোটা পুরসভা ভবনে এখন চরম ব্যস্ততা।
বাইরে-ভিতরে, হাওড়া পুরসভায় এখন তুমুল ব্যস্ততা। প্রায় তিন দশক পর হাত বদল হয়েছে এই পুরসভার। বামেরা ক্ষমতাচ্যুত। তৃণমূল কংগ্রেসের নতুন ইনিংস শুরু হচ্ছে বুধবার থেকে।
বুধবার দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে কার্যত ভোলবদল-পর্ব চলছে পুরসভা জুড়ে। শুধুমাত্র মেয়রের অফিস ঘর নতুন করে সাজিয়ে তুলতেই করা হয়েছে পেল্লাই আয়োজন। লাল কার্পেটের দিন শেষ। তার বদলে নতুন কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। দেওয়ালে নতুন করে রঙ, কাঠের আসবাবপত্র পালিশ- সবই হচ্ছে জোরকদমে। বসানো হয়েছে তিনটি নতুন এসি মেশিন।
পরিবর্তনের ছোঁয়া লাগা হাওড়া পুরসভার পারফরমেন্সের দিকে এবার নজর হাওড়াবাসীর।