হুমায়ুনের হুঙ্কারকে গুরুত্ব না দিয়ে ইন্দ্রনীলের পাশেই তৃণমূল দল
হুমায়ুন-ইন্দ্রনীল তরজায় ইন্দ্রনীলের পাশেই দাঁড়াল দল। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নালিশ জানাতে এসে নেতাদের কাছে তেমন কোনও গুরুত্বও পেলেন না হুমায়ুন কবীর। আজ তৃণমূলের সম্পাদক মুকুল রায়ের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা। ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও তাঁর অভিযোগ, কার্যত ধোপে টেকেনি। মুকুল রায় তাকে বলেন একুশে জুলাইয়ের সমাবেশের পর তিনি বিষয়টি দেখবেন।
হুমায়ুন-ইন্দ্রনীল তরজায় ইন্দ্রনীলের পাশেই দাঁড়াল দল। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নালিশ জানাতে এসে নেতাদের কাছে তেমন কোনও গুরুত্বও পেলেন না হুমায়ুন কবীর। আজ তৃণমূলের সম্পাদক মুকুল রায়ের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা। ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও তাঁর অভিযোগ, কার্যত ধোপে টেকেনি। মুকুল রায় তাকে বলেন একুশে জুলাইয়ের সমাবেশের পর তিনি বিষয়টি দেখবেন।
তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নালিশ জানাতে কলকাতায় এলেন হুমায়ুন কবীর। ২৪ ঘণ্টাকে দেওয়া ফোনে আজও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। জেলা তৃণমূল পর্যবেক্ষককের বিরুদ্ধে তুঘলকি শাসন চালানোর অভিযোগ এনেছেন বিদ্রোহী তৃণমূল নেতা।
হুমায়ুন কবীরের তোপকে আমল দিতে অবশ্য নারাজ ইন্দ্রনীল সেন। তাঁর অভিযোগ, দলনেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন হুমায়ুন। সেক্ষেত্রে তাঁর বক্তব্যের কোনও ভিত্তিই থাকতে পারেনা বলে ২৪ ঘণ্টাকে ফোনে জানালেন ইন্দ্রনীল সেন।