প্রকাশ্যে মোর্চার গোষ্ঠীদ্বন্দ্ব

রবিবার দুপুরে দার্জিলিং-এ মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্য শুরু হয়। কাউন্সিল নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

Updated By: Nov 7, 2011, 12:04 PM IST

রবিবার দুপুরে দার্জিলিং-এ মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্য শুরু হয়। কাউন্সিল নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় আহত হয়েছেন দুজন। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির সামনেই এই ঘটনা ঘটে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করেছেন মোর্চা সভাপতি বিমল গুরুং।

.