ফের জঙ্গলমহল সফরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। সরজমিনে খতিয়ে দেখবেন উন্নয়নের কাজ। পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সফর ঘিরে প্রত্যাশায় জঙ্গলমহলবাসী।
২০১১-র ১৯ নভেম্বর। জঙ্গলমহল সফরে এসেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। কেন্দ্রে তখন ইউপিএ-র অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তৃণমূল কেন্দ্রে তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা। জঙ্গলমহলের সার্বিক পরিস্থিতিতে অখুশি হলেও সেভাবে তা প্রকাশ করেননি রমেশ। শুধু বলেছিলেন সরকার আদিবাসীদের মন বুঝতে না পারার সুযোগ নিয়েছে মাওবাদীরা। মাও অধ্যুষিত জঙ্গলমহলের তিনটি জেলার জন্য অতিরিক্ত আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। মৃদু হলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন জঙ্গলমহলের রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে। এরপর কেটে গিয়েছে গোটা একটা বছর। কেন্দ্রে একসময়ের শরিক তৃণমূল এখম চরম কংগ্রেস বিরোধী। এই পরিস্থতিতে ফের জঙ্গলমহলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। সময় বদলালেও, বিন্দুমাত্র বদলায়নি জঙ্গলমহলের পরিস্থিতি। রাস্তাঘাট , পানীয় জল সবকিছু নিয়েই বেশ অসন্তোষ জন্মেছে বাসিন্দাদের মনে।
ক্ষোভ আগেরবারেও ছিল। কিন্তু, রাজনৈতিক বাধ্যবাধকতায় হয়তো অনেককিছুই চাপা পড়ে গিয়েছিল। এখন পরিস্থিতি ভিন্ন। এবার কি তাঁদের ক্ষোভ শুনবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী? আশায় বুক বাঁধছেন জঙ্গলমহল।
পড়ুন: সম্মুখও সমরের প্রস্তুতেই জয়রামের সভা জঙ্গলমহলে
আজ জঙ্গলমহল সফরে জয়রাম রমেশ