ছুটি নয়, রয়েছেন পোস্টিংয়ের অপেক্ষায়, স্পষ্ট জানালেন জয়রামন
দুর্নীতির মামলায় মালদহের জেলাশাসককে গ্রেফতারের নির্দেশে ছিল দৃঢ়তার পরিচয়। তার জেরে শিলিগুড়ির পুলিস কমিশনারের পদ খোয়ালেও, অবস্থান থেকে একচুল সরেননি কে জয়রামন। সোমবার রাজ্য পুলিসের শীর্ষ কর্তাদের সামনেও একইরকম দৃঢ় রইলেন শিলিগুড়ির অপসারিত পুলিস সুপার। স্পষ্ট জানিয়ে দিলেন, ছুটিতে যাবেন না। অপেক্ষা করবেন পরবর্তী পোস্টিংয়ের জন্য।
দুর্নীতির মামলায় মালদহের জেলাশাসককে গ্রেফতারের নির্দেশে ছিল দৃঢ়তার পরিচয়। তার জেরে শিলিগুড়ির পুলিস কমিশনারের পদ খোয়ালেও, অবস্থান থেকে একচুল সরেননি কে জয়রামন। সোমবার রাজ্য পুলিসের শীর্ষ কর্তাদের সামনেও একইরকম দৃঢ় রইলেন শিলিগুড়ির অপসারিত পুলিস সুপার। স্পষ্ট জানিয়ে দিলেন, ছুটিতে যাবেন না। অপেক্ষা করবেন পরবর্তী পোস্টিংয়ের জন্য।
তাঁর একটি সিদ্ধান্তে তোলপাড় আমলাতন্ত্র। প্রশাসনিক দৃঢ়তার খেসারত দিয়েছেন শিলিগুড়ির পুলিস কমিশনারের পদ খুইয়ে। এত কিছুর পরেও রবিবার শিয়ালদহ স্টেশনে যে জয়রামন ট্রেন থেকে নামলেন তাঁর চোখে মুখে ধরা পড়ল শুধুই আত্মবিশ্বাস। রাজ্য পুলিসের শীর্ষ কর্তাদের মুখোমুখি হতে নবান্নে পৌঁছলেন তিনি।
প্রথমে আইজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, তারপর স্পেশাল আইজি আর শিবকুমার এবং সবশেষে রাজ্য পুলিসের ডিজি জিএমপি রেড্ডি। পুলিস প্রশাসনের শীর্ষ কর্তাদের সামনেও একইরকম অনড় রইলেন জয়রামন। নবান্ন ছাড়ার মুখে জানালেন, ছুটি নেবেন না। বরং অপেক্ষা করবেন পোস্টিংয়ের জন্য। জয়রামন জানিয়েছেন তাঁর যা জানানোর রাজ্য পুলিসের ডিজিকে জানিয়েছেন।
জয়রামন ছুটি না নিলেও ছুটিতে গেলেন মালদহের জেলাশাসক। গোদালা কিরণকুমারকে পনেরোদিনের ছুটিতে যেতে বলা হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। তবে জেলাশাসকের দাবি, তিনি নিজে ছুটিতে যাচ্ছেন। এদিকে মালদহের অতিরিক্ত জেলাশাসক নীলকমল বিশ্বাস জানিয়েছেন, জেলাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য সরকারি ভাবে নির্দেশ পেয়েছেন তিনি।