দক্ষ কর্মীর অভাবে মরছে বাইসন

জঙ্গলে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে লোকালয়ে হাতি অথবা বাইসন ঢুকে পড়ার ঘটনা। কিন্তু বন্যপ্রাণীদের ঘুম পাড়িয়ে সুস্থ শরীরে জঙ্গলে ফেরাবার মত দক্ষ বনকর্মী না-থাকায় সমস্যায় পড়েছে বন দফতর। উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বাইসনের সংখ্যা ৩ হাজারেরও বেশি।

Updated By: Apr 18, 2012, 04:54 PM IST

জঙ্গলে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে লোকালয়ে হাতি অথবা বাইসন ঢুকে পড়ার ঘটনা। কিন্তু বন্যপ্রাণীদের ঘুম পাড়িয়ে সুস্থ শরীরে জঙ্গলে ফেরাবার মত দক্ষ বনকর্মী না-থাকায় সমস্যায় পড়েছে বন দফতর। উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বাইসনের সংখ্যা ৩ হাজারেরও বেশি।  লোকালয়ে বাইসনের তাণ্ডব রুখতে বন দফতরের অন্যতম হাতিয়ার ঘুমপাড়ানি গুলি। কিন্তু দক্ষ কর্মী না-থাকায় অধিকাংশ বাইসনকেই বাঁচানো যাচ্ছে না। পরিমাপ অনুযায়ী ঘুমপাড়ানি দাওয়াই না-দেওয়ায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা বাড়ছে। এই অবস্থায় দক্ষ কর্মীর সংখ্যা কীভাবে বাড়ানো যায়, সেটাই এখন বন দফতরের বড় চ্যালেঞ্জ।

.