অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার, রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে আরও এক জেলা

অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার। রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে আরও একটি জেলা। সেই মুহূর্তকে স্মরনীয় করে রাখতে ঝাড়গ্রামজুড়ে সাজো সাজো রব। অরণ্যকন্যার প্রতিটি ঘরে চলছে উত্সবের আয়োজন। বুধবার জন্মদিন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে ঝাড়গ্রামের। এক নজরে নতুন জেলা -- জেলার আয়তন-প্রায় ৩ হাজার ২৪  বর্গ কিলোমিটার।২০১১ সালের গণনা অনুযায়ী জনসংখ্যা ১১লক্ষ ৩৭ হাজার ১৬৩জন।এরমধ্যে পুরুষ-৫লক্ষ ৭৫ হাজার ৮৫জন।মহিলা রয়েছেন-৫লক্ষ ৬২ হাজার ৭৮জন।জেলাতে থাকছে একটি পুরসভা। বাকি সব এলাকা পঞ্চায়েতের অধীন। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৮টি ব্লক।পঞ্চায়েত সমিতি রয়েছে ৮টি। গ্রাম পঞ্চায়েত ৭৯টি।নতুন জেলায় রয়েছে ৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল। গ্রামীণ হাসপাতাল রয়েছে ৭টি। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-১টি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ২৫টি। উপস্বাস্থ্য কেন্দ্র-২১৯টি।

Updated By: Apr 3, 2017, 09:34 PM IST
অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার, রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে আরও এক জেলা

ওয়েব ডেস্ক: অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার। রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে আরও একটি জেলা। সেই মুহূর্তকে স্মরনীয় করে রাখতে ঝাড়গ্রামজুড়ে সাজো সাজো রব। অরণ্যকন্যার প্রতিটি ঘরে চলছে উত্সবের আয়োজন। বুধবার জন্মদিন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে ঝাড়গ্রামের। এক নজরে নতুন জেলা -- জেলার আয়তন-প্রায় ৩ হাজার ২৪  বর্গ কিলোমিটার।২০১১ সালের গণনা অনুযায়ী জনসংখ্যা ১১লক্ষ ৩৭ হাজার ১৬৩জন।এরমধ্যে পুরুষ-৫লক্ষ ৭৫ হাজার ৮৫জন।মহিলা রয়েছেন-৫লক্ষ ৬২ হাজার ৭৮জন।জেলাতে থাকছে একটি পুরসভা। বাকি সব এলাকা পঞ্চায়েতের অধীন। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৮টি ব্লক।পঞ্চায়েত সমিতি রয়েছে ৮টি। গ্রাম পঞ্চায়েত ৭৯টি।নতুন জেলায় রয়েছে ৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল। গ্রামীণ হাসপাতাল রয়েছে ৭টি। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-১টি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ২৫টি। উপস্বাস্থ্য কেন্দ্র-২১৯টি।

আরও পড়ুন ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্যের গ্রামাঞ্চলে লক্ষ্যমাত্রার তুলনায় রাস্তা হয়েছে কম

নতুন জেলায় প্রাথমিক স্কুলের সংখ্যা-১ হাজার ২৬০টি।জুনিয়র হাইস্কুলের সংখ্যা ১৯১, মাধ্যমিক স্কুল ২টি এবং উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা ১৪২টি। একটি মহিলা কলেজ সহ কলেজের সংখ্যা ১০টি। জন্ম মুহূর্তকে স্মরণ করে রাখতে সাজো সাজো রব গোটা ঝাড়গ্রামে। ঝলমলে  আলোয় সেজে উঠেছে সমস্ত সরকারি দফতর। উত্সবের মেজাজে অরণ্যকন্যার প্রতিটি বাসিন্দা।

আরও পড়ুন  পশ্চিম মেদিনীপুরের পিংলায় ফলছে লাল টুসটুসে স্ট্রবেরি

.