সুচিত্রা মাহাতোর খোঁজে তল্লাসি অভিযান যৌথবাহিনীর

বাংলা-ওড়িশা সীমানার নয়াগ্রাম-গোপীবল্লভপুরের জঙ্গল এলাকায় ফের অভিযান শুরু করেছে যৌথবাহিনী। মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর খোঁজেই এই অভিযান বলে অনুমান। গত চব্বিশ তারিখ কিষেণজির মৃত্যুর পর বুড়িশোল থেকে পালিয়ে যায় সুচিত্রা মাহাত।

Updated By: Dec 3, 2011, 11:35 AM IST

বাংলা-ওড়িশা সীমানার নয়াগ্রাম-গোপীবল্লভপুরের জঙ্গল এলাকায় ফের অভিযান শুরু করেছে যৌথবাহিনী। মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর খোঁজেই এই অভিযান বলে অনুমান। গত চব্বিশ তারিখ কিষেণজির মৃত্যুর পর বুড়িশোল থেকে পালিয়ে যায় সুচিত্রা মাহাত। শেষ তাকে দেখা গিয়েছিল চিল্কি গ্রামে। সেখান থেকে সে চলে যায় রাখালমাড়ার জঙ্গলে। রাখালমাড়ার জঙ্গল ঝাড়খণ্ড সীমানার পাঁচ কিলোমিটারের মধ্যে। অনুমান, ঝাড়খণ্ডে গিয়ে চিকিত্‍সা করিয়েছিল সুচিত্রা মাহাত। যৌথবাহিনীর কাছে খবর, এখন রঞ্জন মুন্ডা স্কোয়াডের সঙ্গে রয়েছে সুচিত্রা। সপ্তাহের শুরুতেই রঞ্জন মুন্ডার খোঁজে বাংলা-ওড়িশার সীমানায় গঙ্গাশোলের জঙ্গলে অভিযান চালিয়েছিল যৌথবাহিনী।

.