কালীপুজোয় বাজি ফাটানো নিয়ে বচসা

দুটি ক্লাবের কালীপূজোয় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসার জেরে আহত হলেন লেক গার্ডেন্স গোবিন্দপুরের কিছু বাসিন্দা।  বচসার জেরে পূজো মণ্ডব ও মূর্তিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।অভিযোগ গোবিন্দপুরে লাগোয়া দুটি ক্লাবের পূজোকে কেন্দ্র করে প্রতিবছর ঝামেলা লেগেই থাকে।

Updated By: Oct 25, 2014, 03:45 PM IST

ওয়েব ডেস্ক: দুটি ক্লাবের কালীপূজোয় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসার জেরে আহত হলেন লেক গার্ডেন্স গোবিন্দপুরের কিছু বাসিন্দা।  বচসার জেরে পূজো মণ্ডব ও মূর্তিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।অভিযোগ গোবিন্দপুরে লাগোয়া দুটি ক্লাবের পূজোকে কেন্দ্র করে প্রতিবছর ঝামেলা লেগেই থাকে।

শুক্রবার সন্ধ্যোয় পাড়ায় বাজি ফাটানোকে কেন্দ্র করে  ঝামেলা শুরু হয়। দুটি ক্লাবের সদস্যদের হাতাহতির জেরে আহত হন স্থানীয়রা। পরে লেক থানার পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়।

 

.