চাঁদা,ভেদা,খলসে,মৌরলা,পুঁটিদের নিয়ে উৎসব

কালনায় শুরু হয়েছে চুনো মাছ উত্‍সব। উত্‍সবের প্রধান কর্মকর্তা মন্ত্রী স্বপন দেবনাথ। উত্‍সবের বিশেষ আকর্ষণ রকমারি চুনোর পদ।

Updated By: Dec 26, 2015, 11:09 AM IST
চাঁদা,ভেদা,খলসে,মৌরলা,পুঁটিদের নিয়ে উৎসব

ব্যুরো: কালনায় শুরু হয়েছে চুনো মাছ উত্‍সব। উত্‍সবের প্রধান কর্মকর্তা মন্ত্রী স্বপন দেবনাথ। উত্‍সবের বিশেষ আকর্ষণ রকমারি চুনোর পদ।

সংস্কারের অভাবে গ্রাম-বাংলার বেশিরভাগ খাল-বিলই মজতে বসেছে। তার সঙ্গে হারিয়ে যাচ্ছে খাল-বিলের চুনো মাছ।  বাঙালির পাতে এখন চাঁদা,ভেদা,খলসে,মৌরলা,পুঁটি প্রায় বিরল।  ছোট মাছ বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের প্রার্নী বিকাশ ও ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। কালনাতে শুরু হয়েছে খাল-বিল ও চুনো মাছ উত্‍সব। উত্‍সবে থাকছে চুমো মাছের রকমারি পদ। বিনোদনের জন্য চাঁদরি বিল ও বাঁশদহ বিলে বোটিং এর ব্যবস্থাও রয়েছে উত্‍সবে।

অভিনব এই উত্‍সবে ভিড় জমাতে শুরু করেছেন আশপাশের গ্রামের মানুষ,পর্যটকরা। গত পনেরো বছর ধরেই কালনার বিদ্যানগর এই চুনো মাছ উত্‍সব হয়ে আসছে। গ্রামের মানুষও শীতের এই উত্‍সব উপভোগ করেন তারিয়ে তারিয়ে।

.