বেহাল দশা কল্যাণী হাইওয়ের

চার থেকে পাঁচ ইঞ্চি বড় গর্ত। বর্ষার জল জমে ঠাহর করা যাচ্ছে না গভীরতা। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমনই বেহাল দশা কল্যাণী-দমদম হাইওয়ের। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।   

Updated By: Aug 24, 2013, 12:19 PM IST

চার থেকে পাঁচ ইঞ্চি বড় গর্ত। বর্ষার জল জমে ঠাহর করা যাচ্ছে না গভীরতা। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমনই বেহাল দশা কল্যাণী-দমদম হাইওয়ের। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।   
রাস্তা তো নয়, যেন মরণফাঁদ। খানাখন্দ, চড়াই উতরাই পেরিয়ে যাত্রা। কল্যাণী-দমদম হাইওয়ের ধরে গেলে এসব নিয়েই চলতে হবে আপনাকে। রাস্তার বেহাল দশার জন্য দুর্ঘটনাও ঘটছে আকছার। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।
 রাস্তার বেহাল দশার জন্য বিকল হচ্ছে গাড়ি। বর্ষার পর বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। নদিয়া,উত্তর চব্বিশ পরগনা ও হুগলি এই তিনজেলার সংযোগ রক্ষা করছে কল্যাণী-দমদম হাইওয়ে। এরপরেও গুরুত্বপূর্ণ এই সড়ক মেরামতিতে প্রশাসন কেন উদাসীন সেই প্রশ্নই হাতড়ে বেড়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

.