কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

স্কুল পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। কেশপুরের কোঙারের আয়মা স্কুল কমিটির নির্বাচন ঘিরেই দুই গোষ্ঠীর বিবাদ। নির্বাচনে মনোনয়ন দিতে না-দেওয়ায় এক গোষ্ঠীর মনোনীত প্রার্থী নিরঞ্জন ঘোষকে অন্য গোষ্ঠীর লোকেরা অপহরণ করেছে বলে অভিযোগ।

Updated By: May 11, 2012, 02:31 PM IST

স্কুল পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। কেশপুরের কোঙারের আয়মা স্কুল কমিটির নির্বাচন ঘিরেই দুই গোষ্ঠীর বিবাদ। নির্বাচনে মনোনয়ন দিতে না-দেওয়ায় এক গোষ্ঠীর মনোনীত প্রার্থী নিরঞ্জন ঘোষকে অন্য গোষ্ঠীর লোকেরা অপহরণ করেছে বলে অভিযোগ। আর এক প্রার্থী অমৃত বাগকে ঘেরাও করে রাখার অভিযোগ উঠেছে।
কেশপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব। কেশপুরের ৬ নম্বর অঞ্চলে একটি স্কুল পরিচালন সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ। একটি গোষ্ঠীর প্রার্থীকে মারধরের অভিযোগ। এক প্রার্থীকে অপহরণের অভিযোগ। অভিযোগ অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।

.