কাঠমাণ্ডুতে কেষ্ট!
যত কান্ড কাঠমন্ডুতে! কারণ কেষ্টাবাবু ওরফে অনুব্রত মণ্ডল যে কাঠমান্ডুতে গিয়েছিলেন। কিন্তু বীরভূমেশ্বর হঠাত্ কাঠমান্ডুতে গেলেন কী করতে?
ওয়েব ডেস্ক: যত কান্ড কাঠমন্ডুতে! কারণ কেষ্টাবাবু ওরফে অনুব্রত মণ্ডল যে কাঠমান্ডুতে গিয়েছিলেন। কিন্তু বীরভূমেশ্বর হঠাত্ কাঠমান্ডুতে গেলেন কী করতে?
আসল ব্যাপারটা হল, অনুব্রত মণ্ডল মানে 'দিদির' কেষ্ট ভগবান পশুপতিনাথের কাছে মানত করেছিলেন যে যদি তৃণমূল ২০০-র বেশী আসন নিয়ে এবার রাজ্যে ক্ষমতায় আসে তাহলে, তিনি নিজে গিয়ে পশুপতিনাথের কাছে পূজা দেবেন।
ভক্তের বাসনা পূর্ণ করেছেন ভগবান। বা বলা যায়, কথারেখেছেন পশুপতিনাথ, তাই কথা রাখলেন স্বয়ং 'কেষ্ট'।
সোমবার নেপালের কাঠমান্ডুতে গিয়ে পশুপতিনাথের মন্দিরে পুজো দিয়ে মানত রক্ষা করেছেন অনুব্রত।
বিভিন্ন সময়ে বক্তৃতা দিতে গিয়ে বা সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। তা নিয়ে আদালত, নির্বাচন কমিশনে বিস্তর জলঘোলা হলেও নির্বাচনের ফলাফলে কিন্তু অনুব্রত স্টার মার্কস নিয়েই সফল হয়েছেন। আর এই পুজো দেওয়ার মধ্যে দিয়ে বীরভুমের এই দাপুটে তৃণমূল নেতা আবারও প্রমাণ করলেল যে সত্যিই তিনি দলের প্রতি নিবেদিত প্রাণ।