কেতুগ্রাম ধর্ষণকাণ্ডে অপরাধীর ফাঁসির দাবি পরিবারের

বর্ধমানের কেতুগ্রামে ধর্ষণের পর কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় অপরাধীর ফাঁসির সাজা চাইছে নির্যাতিতার পরিবার। শুক্রবার ফাঁকা বাড়িতে ওই কিশোরীর ওপর চড়াও হয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

Updated By: Mar 2, 2014, 01:46 PM IST

বর্ধমানের কেতুগ্রামে ধর্ষণের পর কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় অপরাধীর ফাঁসির সাজা চাইছে নির্যাতিতার পরিবার। শুক্রবার ফাঁকা বাড়িতে ওই কিশোরীর ওপর চড়াও হয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত অমর মাঝিকে। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে পুরো গ্রাম। বাসিন্দাদের দাবি এই ধরনের ঘটনা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিক প্রশাসন।

.