কলকাতা (উত্তর)
এমন একটা কেন্দ্র যেখানে মাঝে মাঝেই অঘটন ঘটে। কোনও একটা নির্দিষ্ট দল প্রতিবারই জেতে,এমন ঘটনাটা ঘটে না। এবার আবার চারটি দলই এমন প্রার্থী দাঁড় করিয়েছে, যেটা প্রতীকের বাইরে ব্যক্তিগত লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। ছোড়দা বনাম বড়দার লড়াইয়ে বামফ্রন্ট প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থায়।
এমন একটা কেন্দ্র যেখানে মাঝে মাঝেই অঘটন ঘটে। কোনও একটা নির্দিষ্ট দল প্রতিবারই জেতে,এমন ঘটনাটা ঘটে না। এবার আবার চারটি দলই এমন প্রার্থী দাঁড় করিয়েছে, যেটা প্রতীকের বাইরে ব্যক্তিগত লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। ছোড়দা বনাম বড়দার লড়াইয়ে বামফ্রন্ট প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থায়। অবশ্য অঙ্কের বিচারে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী,কারণ গত বিধানসভা ভোটে এই কেন্দ্রের সব কটি বিধানসভা কেন্দ্রেই শাসক দল জয়ী হয়। তৃণমূলের ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা।
ভোট কবে-১২ মে
--------
এবারের ভোটে এই কেন্দ্রে প্রার্থী কারা
সুদীপ বন্দ্যোপাধ্যায়(তৃণমূল)
রূপা বাগচি (বামফ্রন্ট)
সোমেন মিত্র (কংগ্রেস)
রাহুল সিনহা (বিজেপি)
------------------
এই কেন্দ্রে যে সকল বিধানসভা কেন্দ্র রয়েছে
চৌরঙ্গি (শিখা মিত্র)-জয়ী ৫৮,০০০ ভোটে
এন্টালি (স্বর্ণকমল সাহা)-জয়ী ২৫,০০০ভোটে
বেলেঘাটা (পরেশ পাল)-জয়ী ৩২ হাজার ভোটে
জোড়াসাঁকো (স্মিতা বক্সি)-জয়ী ৩০ হাজারের বেশি ভোটে
শ্যামপুকুর (শশী পাঁজা)-জয়ী ২৭ হাজারের বেশি ভোটে
মানিকতলা (সাধন পাণ্ডে)-জয়ী ৩৬ হাজারের বেশি ভোটে
কাশীপুর বেলগাছিয়া- মালা সাহা-জয়ী ৪০ হাজারের বেশি ভোটে
-----------------
গত লোকসভা ভোটে ফলাফল
সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)-৪,৬০,৬৪৬টি ভোট
মহম্মদ সেলিম (বামফ্রন্ট)-৩,৫১,৩৬৮ টি ভোট
তথাগত রায় (বিজেপি)-৩৭,০৪৪ টি ভোট
সুলতান ওসমান (নির্দল)-৯,১৫৫ টি ভোট
শরদ কুমার সিং (বিএসপি)-৫,৬৬৬টি ভোট
ফলাফল-সুদীপ বন্দ্যাপাধ্যায় ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী।