বিশ্বভারতীর নিগৃহীতা ছাত্রীর চিকিত্‍সার জন্য এক লক্ষ টাকা দিচ্ছে সরকার

বিশ্বভারতী ছেড়ে যাওয়া নিগৃহীতা ছাত্রীর চিকিত্‍সার জন্য এক লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।  নিগৃহীতা কলাভবনের ছাত্রী ছিলেন। নিগ্রহের অভিযোগ ওঠে তিন ছাত্রের বিরুদ্ধে। বিশ্বভারতী প্রথম দিকে পদক্ষেপ না নিলেও, খবর জানাজানি হতে নড়েচড়ে বসে প্রশাসন।

Updated By: Sep 29, 2014, 11:08 AM IST
বিশ্বভারতীর নিগৃহীতা ছাত্রীর চিকিত্‍সার জন্য এক লক্ষ টাকা দিচ্ছে সরকার

ওয়েব ডেস্ক: বিশ্বভারতী ছেড়ে যাওয়া নিগৃহীতা ছাত্রীর চিকিত্‍সার জন্য এক লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।  নিগৃহীতা কলাভবনের ছাত্রী ছিলেন। নিগ্রহের অভিযোগ ওঠে তিন ছাত্রের বিরুদ্ধে। বিশ্বভারতী প্রথম দিকে পদক্ষেপ না নিলেও, খবর জানাজানি হতে নড়েচড়ে বসে প্রশাসন।

বোলপুর থানায় ওই ছাত্রী আভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে তিন ছাত্রকে গ্রেফতার করে পুলিস। তবে নিগ্রহের ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। রাজ্য সরকার ওই ছাত্রীর পাশে থাকবে বলে জানালেও নানা কারণে ওই ছাত্রী বিশ্বভারতী ছেড়ে চলে যায়। পরে ছাত্রীর বাবা  মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচারের আবেদন জানান। মুখ্যমন্ত্রী ছাত্রীর চিকিত্‍সায় এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

Tags:
.