শিল্পের বদলে সরকারি আবাসন! মুখ্যমন্ত্রীর নয়া উদ্যোগে ক্ষুদ্ধ বীরভূমের জমিদাতারা

গ্রামবাসীরা জমি দিয়েছিলেন শিল্প হবে এই আশা করে। কর্মসংস্থানের সুযোগও বাড়বে। ২০০০ সালে বাম আমলে শিল্প হওয়ার আশায় সরকারকে জমি দেয়। শিল্পের পরিবর্তে বীরভূমের শিবপুর মৌজায় বর্তমান রাজ্য সরকারের আবাসন তৈরির সিদ্ধান্তে ক্ষুব্ধ জমি দাতারা।

Updated By: Jul 14, 2014, 06:42 PM IST

গ্রামবাসীরা জমি দিয়েছিলেন শিল্প হবে এই আশা করে। কর্মসংস্থানের সুযোগও বাড়বে। ২০০০ সালে বাম আমলে শিল্প হওয়ার আশায় সরকারকে জমি দেয়। শিল্পের পরিবর্তে বীরভূমের শিবপুর মৌজায় বর্তমান রাজ্য সরকারের আবাসন তৈরির সিদ্ধান্তে ক্ষুব্ধ জমি দাতারা।

বীরভুমের শিবপুর মৌজার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শিল্প হলে কর্মসংস্থানের সুযোগ ছিল। সেই লক্ষ্যেই বাম সরকারের আমলে জমি দেওয়া হয়েছে। অথচ ১০ জুলাই বোলপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে শিবপুর মৌজার অধিগৃহীত জমিতে উদ্যোগে গড়ে উঠবে বিশ্ববাজার। তৈরি হবে তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং আবাসন প্রকল্পও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ১১৪৭ জন জমিদাতা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের এই উদ্যোগে তাঁদের কোনও লাভ হবে না।

.