বৃষ্টিতে বিচ্ছিন্ন শিলিগুড়ি-কালিম্পং, বিধ্বস্ত পাহাড়

Updated By: Jul 15, 2015, 10:06 PM IST
বৃষ্টিতে বিচ্ছিন্ন শিলিগুড়ি-কালিম্পং, বিধ্বস্ত পাহাড়

টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত পাহাড়। শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন। কালিম্পংয়ে ধসে নিশ্চিহ্ন প্রায় ৩০০ ফুট রাস্তা। রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় প্রশাসন। তিস্তায় বাড়ছে জলস্তর। তিস্তা ব্যারেজের লকগেট খুলে দেওয়ায় প্লাবিত মালবাজারের বিস্তীর্ণ এলাকা।

টানা বৃষ্টি। তার জেরে নতুন করে কালিম্পংয়ে ধস নেমেছে। কালিম্পংয়ের ছ-মাইলে ভেঙে গেছে প্রায় তিনশো ফুট রাস্তা। ধসে গেছে বাড়ি। একটানা বৃষ্টিতে প্লাবিত মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকাও। জল বেড়েছে তিস্তায়। ব্যারেজের ওপর চাপ বাড়ায় গাজলডোবায় চোদ্দোটি লক গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতেই ভেসে গেছে মালবাজারের চাঁপাডাঙার বিস্তীর্ণ এলাকা। বাসুসুবা, দর্জিপাড়া, মাস্টারপাড়ায় কয়েকশো ঘরবাড়ি জলমগ্ন। চাপাডাঙায় তিস্তার তিন নম্বর স্পার বাঁধ ভেঙে যাওয়ায়, জল ঢুকছে লোকালয়ে।
প্লাবিত জলপাইগুড়ির টাকিমারির চর এলাকাও।

তিস্তায় জল ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, তলিয়ে গেছে কালিম্পংয়ের মাল্লি গ্রামের বেশ কয়েকটি বাড়ি। দশ নম্বর জাতীয় সড়কের কাছে ছিল বাড়িগুলি। রাস্তায় উঠে এসেছে জল। বাড়ছে আতঙ্ক। বৃষ্টি এভাবেই চললে আরও অবনতি হবে পরিস্থিতির। তখন কী হবে? এই আশঙ্কায় কাঁটা স্থানীয়রা।

 

.