শিলিগুড়ির পুর চেয়ারম্যানের বিরুদ্ধে বামেদের অনাস্থা

অনৈতিক কাজকর্মের অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান নান্টু পালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বাম কাউন্সিলররা। পুজোর আগেই এই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য।

Updated By: Oct 2, 2012, 03:10 PM IST

অনৈতিক কাজকর্মের অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান নান্টু পালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বাম কাউন্সিলররা। পুজোর আগেই এই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য।
গত শনিবার মেয়রের অনুপস্থিতিতে পুরসভা পরিচালনা করতে গিয়ে বিরোধীদের তীব্র বাধার মুখে পড়েছিলেন নান্টু পাল। সভার কাজ মুলতুবি করে দিতে বাধ্য হন তিনি। তখনই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। অন্যদিকে, দলত্যাগ বিরোধী আইনে নান্টু পালের সদস্য পদ খারিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। গত বৃহস্পতিবার কংগ্রেসের চেয়ারম্যান নান্টু পাল দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁর বিরুদ্ধে অনৈতিক কাজকর্মেরও অভিযোগ আনা হচ্ছে। পুজোর আগেই অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে জানিয়েছেন দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য। এই নিয়ে পুর কমিশনারকে শীঘ্রই বাম কাউন্সিলররা চিঠি দেবেন।
নান্টু পালের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নিচ্ছে জেলা কংগ্রেস। তবে বামেদের আনা অনাস্থা প্রস্তাবের পাশে কংগ্রেস থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
নান্টু পালের দলবদলের ফলে তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা এখন ১৫। কংগ্রেসের কাউন্সিলর ১৪ জন ও বাম কাউন্সিলরের সংখ্যা ১৭। ফলে পুজোর আগে পুরসভা পরিচালনা নিয়ে ফের একবার অচলাবস্থা দেখা দিল।

.