অটো দৌরাত্ম্যের শিকার বরুণ সাঁতরার বাড়িতে পরিবহণ মন্ত্রী
অটোচালকের ঘুষিতে আহত যাত্রী বরুণ সাঁতরার সঙ্গে দেখা করতে ঘোলায় তাঁর বাড়িতে গেলেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। সেখানে তিনি জানান, অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অটোচালকের ঘুষিতে আহত যাত্রী বরুণ সাঁতরার সঙ্গে দেখা করতে ঘোলায় তাঁর বাড়িতে গেলেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। সেখানে তিনি জানান, অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজই অভিযুক্ত অটো চালক দেবাশিস সাহাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। শুক্রবার বিটি রোড-মধ্যমগ্রাম রুটের অটোতে করে যাওয়ার সময় ছ`টাকা খুচরো নিয়ে চালকের সঙ্গে বচসা বাঁধে অসিত সাঁতরার। অটোচালক গালমন্দ করলে প্রতিবাদ করেন বরুণ সাঁতরা। অভিযোগ, এরপরই অটো থেকে নেমে বরুণবাবুকে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে অভিযুক্ত চালক। অটোচালকের ঘুষিতে বরুণবাবুর নাকের হাড় ভেঙে যায়।