মধ্যমগ্রামে ইভটিজিংয়ের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বার করতে তত্‍পর পুলিস

মধ্যমগ্রামে তরুণীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করতে তত্‍পর হল পুলিস। আজ তরুণীর বাড়ি যান জেলার অতিরিক্ত পুলিস সুপার এবং এসডিপিও ওই তরুণীকে সন্দেহভাজনদের কয়েকটি ছবি দেখান তাঁরা। তবে ছবি দেখে কাউকেই চিহ্নিত করেননি তরুণী।  

Updated By: Sep 9, 2015, 10:00 PM IST
 মধ্যমগ্রামে ইভটিজিংয়ের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বার করতে তত্‍পর পুলিস

ওয়েব ডেস্ক: মধ্যমগ্রামে তরুণীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করতে তত্‍পর হল পুলিস। আজ তরুণীর বাড়ি যান জেলার অতিরিক্ত পুলিস সুপার এবং এসডিপিও ওই তরুণীকে সন্দেহভাজনদের কয়েকটি ছবি দেখান তাঁরা। তবে ছবি দেখে কাউকেই চিহ্নিত করেননি তরুণী।  

ঘটনার তদন্তে পুলিস এখন সহযোগিতা করছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত  পুলিস সুপার তরুণ হালদার। রবিবার রাতে মধ্যমগ্রামেই কয়েকজন ইভটিজারকে উত্তমমধ্যম দেন ক্যারাটে শিক্ষার্থী ওই তরুণী। অভিযোগও জানান থানায়। গতকাল তিনি অভিযোগ করেন, তদন্তের নামে গভীর রাতে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। যেতে রাজি না হওয়ায় রাতেই তাঁর বাড়িতে যায় পুলিস। এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন তিনি।

 

Tags:
.