পুলিস-দুষ্কৃতী গুলির লড়াই ঘিরে মালদার কালিয়াচকের নওদা যদুপুরে উত্তেজনা
দলে গুরুত্ব পান না। দীর্ঘদিনের চাপা ক্ষোভ থেকে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন মালদা জেলা পরিষদের ছয় সদস্য। চিঠিতে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, জেলা পরিষদ সদস্য হিসেবে তাঁরা কি কাজ করবেন কিংবা কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কী রণকৌশল নেওয়া হবে, সে সম্পর্কে কোনও নির্দেশই দেয় না জেলা তৃণমূল নেতৃত্ব। ফলে জেলা পরিষদ সদস্য হিসেবে তাঁদের অবস্থা সঙ্কটে। সেকারণে নির্দল হিসেবে থাকতে চান তাঁরা। এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব।
ওয়েব ডেস্ক: দলে গুরুত্ব পান না। দীর্ঘদিনের চাপা ক্ষোভ থেকে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন মালদা জেলা পরিষদের ছয় সদস্য। চিঠিতে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, জেলা পরিষদ সদস্য হিসেবে তাঁরা কি কাজ করবেন কিংবা কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কী রণকৌশল নেওয়া হবে, সে সম্পর্কে কোনও নির্দেশই দেয় না জেলা তৃণমূল নেতৃত্ব। ফলে জেলা পরিষদ সদস্য হিসেবে তাঁদের অবস্থা সঙ্কটে। সেকারণে নির্দল হিসেবে থাকতে চান তাঁরা। এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল নেতৃত্ব।
ওয়েব ডেস্ক: পুলিস-দুষ্কৃতী গুলির লড়াই ঘিরে আজ ভোরে মালদার কালিয়াচকের নওদা যদুপুরে উত্তেজনা ছড়ায়। পুলিসের গুলিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর।পুলিসের দাবি,আজ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হলে থামাতে যান তারা। সেসময় পুলিসের ওপরও আক্রমণ হয়। পাল্টা গুলি চালায় পুলিসও। আর তাতেই মৃত্যু হয় সাদেকের। মৃত সাদেক মোমিন পুলিসের খাতায় ফেরার। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।