ইট নয়, গুলিতেই মৃত্যু মালদার RPF জওয়ানের, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
ইটের আঘাতে নয়, গুলিতে মৃত্যু হয়েছে মালদার আরপিএফ জওয়ানের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। গতকাল হকার উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার বেধে যায় মালদা স্টেশনে। মৃত্যু হয় এক আরপিএফ জওয়ানের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড গুলি চালায় পুলিস।
ওয়েব ডেস্ক: ইটের আঘাতে নয়, গুলিতে মৃত্যু হয়েছে মালদার আরপিএফ জওয়ানের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। গতকাল হকার উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার বেধে যায় মালদা স্টেশনে। মৃত্যু হয় এক আরপিএফ জওয়ানের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড গুলি চালায় পুলিস।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ইটের আঘাতে মৃত্যু হয়েছে ওই হকারের। কিন্তু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে নিহত পুলিস কর্মীর গলার বাঁদিকের গুলির চিহ্ন রয়েছে, যা মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে। অন্যদিকে, এঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে আরপিএফ। FIR-এ নাম রয়েছে স্থানীয় বিজেপি নেত্রী সুতপা মুখার্জি সহ বিজেপি কর্মী ইউনিয়নের একাধিক সদস্যের।