মালদহ হাসপাতালে শিশুমৃত্যু বেড়ে ৫০

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যু অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৫ টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। দিনকতক আগেই মালদহ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিকর্তা।

Updated By: Jan 23, 2012, 07:32 PM IST

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যু অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৫ টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। দিনকতক আগেই মালদহ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিকর্তা।
মারা গিয়েছে ১ বছর ৩ মাসের শিশু বলরাম সাহা। মৃত্যু হয়েছে শম্পা হালদার, চামেলি বিবি, মালা পাল ও কাশ্মীর বিবির শিশুর। ৪ টি শিশুরই বয়স ১৫ দিনের কম। হাসপাতালের বিরুদ্ধে এবার আশঙ্কাজনক শিশুদের ফিরিয়ে দেওয়ার অভিযোগও উঠতে শুরু করেছে। অভিযোগ উঠছে বেহাল পরিকাঠামোর কারণে হাসপাতালে ভর্তি সুস্থ শিশুগুলির দেহেও সংক্রমণ হচ্ছে। দিনকতক আগেই মালদহ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিকর্তা। তবে তাতেও শিশুমৃত্যুর ধারায় খুব বেশি হেরফের হয়নি। মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, রাতারাতি হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করা সম্ভব নয়। 

.