ডাইনি সন্দেহে গণপিটুনি, মালদায় মৃত ২

মুর্শিদাবাদে নরবলির পর এবার মালদায় গণপিটুনিতে মৃত্যু হল দু`জনের। বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার থানা এলাকার পলাশবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, রাতে ওই গ্রামে একটি সালিশি সভা বসে।

Updated By: May 18, 2012, 02:20 PM IST

মুর্শিদাবাদে নরবলির পর এবার মালদায় গণপিটুনিতে মৃত্যু হল দু`জনের। বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার থানা এলাকার পলাশবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, রাতে ওই গ্রামে একটি সালিশি সভা বসে। সেখানেই সনু পাহাড়ি ও বৈশাখী পাহাড়ি নামে দু`জনকে পিটিয়ে হত্যা করার বিধান দেওয়া হয়। তারপরই ওই দুজনের উপর শুরু হয় পাশবিক অত্যাচার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছনোর আগেই দু`জনের মৃত্যু হয়। ডাইনি সন্দেহেই সনু পাহাড়ি ও বৈশাখি পাহাড়িকে খুন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে পুলিস এখনও এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করেনি। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাসি।

.