সাগরে পর্যটনের ঢেউ, সৈকতের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
ভ্রমণপ্রিয়দের স্বাগত জানাবে তিনটি নতুন সৈকত। দুদিনের সফরে গিয়ে তাদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। ঢেউ সাগর, ভোর সাগর ও রূপ সাগর। কপিল মুণির আশ্রমের কাছেই সেজে উঠছে তিনটি সৈকত। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ভোরসাগরে গড়ে উঠবে গভীর সমুদ্র বন্দর। তার অনুমোদনও মিলেছে।
সাগর এলাকায় পরিবহণ ও পর্যটনের উন্নয়নে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই টাস্কফোর্স উন্নয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ঘিরে ফেলা হচ্ছে রূপসাগর বিচ। যদিও তার জন্য মত্স্যজীবীদের কাজ হারানোর সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। আজ সাগর পৌছে কপিল মুণির আশ্রমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি ধর্মশালার উদঘাটন করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গী শিল্পপতিরাও। মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়া, আইটিসি কর্তার মতো শিল্পপতিদের কাছে সাগরে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।