পাহাড়ের উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর, চলছে মোর্চার বন‍্‍ধ, রিলে অনশনে লেপচারা

পাহাড় সফরে আজই দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকাল থেকেই শুনশান পাহাড়। দার্জিলিংয়ে চলছে মোর্চার ঘরের ভিতর জনতা কর্মসূচি। মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কয়েক বার পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে পথের দুধারে হাজির থেকেছেন বহু মানুষ। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে। আলাদা রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে অনড় মোর্চার সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর।

Updated By: Sep 2, 2013, 10:05 AM IST

পাহাড় সফরে আজই দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকাল থেকেই শুনশান পাহাড়। দার্জিলিংয়ে চলছে মোর্চার ঘরের ভিতর জনতা কর্মসূচি। মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কয়েক বার পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে পথের দুধারে হাজির থেকেছেন বহু মানুষ। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে। আলাদা রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে অনড় মোর্চার সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর।
কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। একের পর এক মোর্চার কর্মী-সমর্থকরা গ্রেফতার হয়েছে। মোর্চার লাগাতার আন্দোলনে উত্তাল পাহাড়। এই অশান্ত পাহাড়েই মুখ্যমন্ত্রীর সফর। 
মুখ্যমন্ত্রীকে এড়াতে একদিকে ঘরের ভিতর জনতা কর্মসূচি, অন্যদিকে গতকালই দিল্লি গিয়েছেন মোর্চার শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতা। আগামিকাল কালিম্পংয়ে লেপচাদের তরফে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হবে। এরপর সেখানে সভায় বক্তব্য রাখবেন তিনি।

.