দার্জিলিংয়ে মমতার পাশে গুরুং
দার্জিলিংয়ের দালি গ্রাউন্ডে পুলিসের অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানমঞ্চেই মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। পুলিস ম্যারাথন, ফুটবল, তাইকোন্ড, তীরন্দাজিতে বিজয়ীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ি: দার্জিলিংয়ের দালি গ্রাউন্ডে পুলিসের অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানমঞ্চেই মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। পুলিস ম্যারাথন, ফুটবল, তাইকোন্ড, তীরন্দাজিতে বিজয়ীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এবং বিমল গুরুং একই মঞ্চে থাকলেও রাজনীতিকে সরিয়ে রেখে রাজ্যে খেলাধুলোর উন্নয়নকেই প্রাধান্য দিলেন দুই নেতা-নেত্রী। পাহাড়ে খেলাধুলোর উন্নয়েন রাজ্য এবং জিটিএ একসঙ্গে কাজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষ করেই টাইগার হিলে যান মুখ্যমন্ত্রী।এরপর কেভেন্টার্স হয়ে ফিরে যান রিচমন্ড হিলে । আগামিকাল লেবং গ্রাউন্ডে তামাংদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তার আগে জিটিএ-র সঙ্গে বৈঠক করার কথা তাঁর।