উত্তর চব্বিশ পরগনায় আজ `ত্রিফলা` প্রচারে মুখ্যমন্ত্রী
উত্তর চব্বিশ পরগনার দুই লোকসভা কেন্দ্রে আজ প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা একটায় মুখ্যমন্ত্রীর সভা করার কথা বনগাঁ স্টেডিয়ামে। এখানে তৃণমূলের প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী গোবিন্দ চন্দ্র নস্কর প্রায় এক লক্ষ ভোটে জিতেছিলেন।
উত্তর চব্বিশ পরগনার দুই লোকসভা কেন্দ্রে আজ প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা একটায় মুখ্যমন্ত্রীর সভা করার কথা বনগাঁ স্টেডিয়ামে। এখানে তৃণমূলের প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী গোবিন্দ চন্দ্র নস্কর প্রায় এক লক্ষ ভোটে জিতেছিলেন।
এই প্রথম কপিলকৃষ্ণ ঠাকুরের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর পরে বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে দেগঙ্গার কলেজ মাঠ ও হাবরায় জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটোয় মুখ্যমন্ত্রীর সমাবেশ হাবরায়। বিকেল তিনটেয় সমাবেশ দেগঙ্গায়।
এদিকে, ফের সারদা কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। বারাসত শেঠপুকুর মাঠে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মোর্তাজা হোসেনের জনসভায় মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে প্রশ্ন তুললেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএমের সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে তাঁর নিজের আঁকা ছবি বিক্রি করেছিলেন, তা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিজেপির সমালোচনা করেন সিপিআইএম নেতা। গৌতম দেব ছাড়াও এই জনসভায় ছিলেন সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক হরিপদ বিশ্বাস।