নন্দীগ্রামে জমির দাম বাড়ানোর লিখিত আবেদন অনিচ্ছুকদের
নন্দীগ্রামে সরকারি দরে জমি দিতে অনিচ্ছুকরা এবার সরকারের কাছে জমির দাম বাড়ানোর জন্য লিখিত আবেদন জানাল। লিখিত আবেদন জানিয়েছে খোদ নন্দীগ্রামের প্রাক্তন প্রধান ও তৃণমূল কংগ্রেস নেতা সন্তোষ দাস। নন্দীগ্রাম বাজারে যানজট এড়াতে একটি বাইপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তার জন্য প্রায় তিন একর জমি প্রয়োজন।
নন্দীগ্রামে সরকারি দরে জমি দিতে অনিচ্ছুকরা এবার সরকারের কাছে জমির দাম বাড়ানোর জন্য লিখিত আবেদন জানাল। লিখিত আবেদন জানিয়েছে খোদ নন্দীগ্রামের প্রাক্তন প্রধান ও তৃণমূল কংগ্রেস নেতা সন্তোষ দাস। নন্দীগ্রাম বাজারে যানজট এড়াতে একটি বাইপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তার জন্য প্রায় তিন একর জমি প্রয়োজন।
সেইমতো নন্দীগ্রামে জমি অধিগ্রহণের নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার। নন্দীগ্রাম, গদাইবলবাড় এবং তারাচাঁদবাড় মৌজার প্রায় ১৪০ জন কৃষকের জমি অধিগ্রহণ করা হচ্ছে। ডেসিম্যাল প্রতি সতেরো হাজার টাকা দিচ্ছে প্রশাসন। কৃষকরা ওই দর মানতে নারাজ। তাদের দাবি বাজার দর অনুযায়ী জমি অধিগ্রহণ করুক সরকার ।