ইভটিজিংয়ের প্রতিবাদ করে কোমায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাওড়ার যুবক
![ইভটিজিংয়ের প্রতিবাদ করে কোমায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাওড়ার যুবক ইভটিজিংয়ের প্রতিবাদ করে কোমায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাওড়ার যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/29/34207-eveteasingcoma.jpg)
ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন। মাশুল হিসেবে এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই যুবক। এখন তিনি কোমায় আচ্ছন্ন। যুবকের নাম অরূপ ভাণ্ডারি।
বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার সালকিয়ায়। ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিস। সালকিয়ার ঋষিকেশ ঘোষ লেনে এখন একটাই দাবি। অভিযুক্তদের গ্রেফতারির। এপাড়ারই যুবক অরূপ ভাণ্ডারি এখন হাসপাতালে কোমায় আচ্ছন্ন। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সরস্বতী পুজোর বিসর্জন থেকে ফেরার পথে অরূপকে বেধড়ক মারধর করে এলাকার একটি ক্লাবের সদস্যরা।
পাড়ার লোকেরাই এরপর রক্তাক্ত অরূপকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ প্রসাদ ওই পাড়ারই বাসিন্দা। অভিযুক্তদের খোঁজে তল্লাসি চালালেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। এদিকে সময় যত গড়াচ্ছে ততই এলাকার প্রতিবাদী যুবকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে সালকিয়ার ঋষিকেশ ঘোষ লেনে।