সারদাকাণ্ডে প্রকৃত দোষীদের আড়াল করছে সরকার, অভিযোগ মহম্মদ সেলিমের

সারদা কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সরকার। আড়াল করছে প্রকৃত দোষীদের। ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে এই অভিযোগ করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। দুদিনের বর্ধিত অধিবেশন বসেছিল দীঘাতে। অধিবেশন শেষে সমাবেশের আয়োজন করা হয়। প্রায় পাঁচহাজার যুবক-যুবতী অধিবেশনে অংশ নেন। দুদিনের সমাবেশে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের শীর্ষ নেতারা।

Updated By: Nov 29, 2013, 10:04 AM IST

সারদা কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সরকার। আড়াল করছে প্রকৃত দোষীদের। ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে এই অভিযোগ করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। দুদিনের বর্ধিত অধিবেশন বসেছিল দীঘাতে। অধিবেশন শেষে সমাবেশের আয়োজন করা হয়। প্রায় পাঁচহাজার যুবক-যুবতী অধিবেশনে অংশ নেন। দুদিনের সমাবেশে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার সারদাকাণ্ডের প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে পুলিসের ধাক্কার মুখে পড়তে হয় সুজন চক্রবর্তী, অসীম চ্যাটার্জি, সুনন্দ সান্যালকে। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে আজ বিধাননগর কমিশারেটে যায় ইউনাইটেড চিট ফান্ড সাফারার ইউনিট নামে একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গেই ছিলেন সুজন চক্রবর্তী, সুনন্দ সান্যাল, অসীম চ্যাটার্জিরা। ডেপুটেশন দিতে গিয়ে পুলিসের বাধার মুখে পড়েন প্রতিনিধি দলের সদস্যেরা। সব মিলিয়ে সারদা কেলেঙ্কারির প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে বিধাননগর কমিশনারেট চত্বর৷

.