মালদায় ফের দুষ্কৃতী হামলা; আহত পুলিসকর্মী
মালদায় ফের দুষ্কৃতী হামলা। রতুয়ায় আক্রান্ত হলেন ঝাড়খণ্ডের এক পুলিসকর্মী। রাতে বাড়ির উঠোনে ঘুমোচ্ছিলেন ওই পুলিসকর্মী কৃষ্ণ রায়। সে সময় এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পুলিসকর্মী কৃষ্ণ রায়কে। প্রথমে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানান চিকিত্সকেরা। এরপরই তাঁকে কলকাতায় আনা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হামলা। যদিও পরিবারের অভিযোগ, দুষ্কৃতীদের টাকা পয়সা লুঠেরও পরিকল্পনা ছিল। তাই সব দিক খতিয়ে দেখছে পুলিস।
ওয়েব ডেস্ক : মালদায় ফের দুষ্কৃতী হামলা। রতুয়ায় আক্রান্ত হলেন ঝাড়খণ্ডের এক পুলিসকর্মী। রাতে বাড়ির উঠোনে ঘুমোচ্ছিলেন ওই পুলিসকর্মী কৃষ্ণ রায়। সে সময় এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পুলিসকর্মী কৃষ্ণ রায়কে। প্রথমে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানান চিকিত্সকেরা। এরপরই তাঁকে কলকাতায় আনা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হামলা। যদিও পরিবারের অভিযোগ, দুষ্কৃতীদের টাকা পয়সা লুঠেরও পরিকল্পনা ছিল। তাই সব দিক খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন- ফের আক্রান্ত পুলিস
এদিকে, মালদার কালিয়াচক থানার সুজাপুরে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে যোগী মোড়ে অভিযান চালানো হয়। কারখানা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের মধ্যে এস্তাবুল শেখ ওই বাড়ি মালিক। দিলবর শেখও এলাকার বাসিন্দা। আর দুই ধৃত শনু বিহারী ও বিল্টু শর্মা ঝাড়খণ্ডের বাসিন্দা। মালদার কালিয়াচক থানার সুজাপুরে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে যোগী মোড়ে অভিযান চালানো হয়। কারখানা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের মধ্যে এস্তাবুল শেখ ওই বাড়ি মালিক। দিলবর শেখও এলাকার বাসিন্দা। আর দুই ধৃত শনু বিহারী ও বিল্টু শর্মা ঝাড়খণ্ডের বাসিন্দা।