শাসনে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার ২, পলাতক ৩
Updated By: Apr 22, 2015, 12:14 PM IST
![শাসনে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার ২, পলাতক ৩ শাসনে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার ২, পলাতক ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/04/22/37230-5-molestation.jpg)
ওয়েব ডেস্ক: ২ কিশোরীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক অটোচালককে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসনে। সোমবার রাতে বান্ধবীর বাড়ি থেকে রাজারহাটে ফিরছিলেন দুই কিশোরী। অভিযোগ, মাঝপথে চালকের সহায়তায় আরও ৪ জন অটোয় ওঠে। এরপরই দুই কিশোরীর শ্লীলতাহানি করা হয় এবং তাদের ধর্ষণেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত কিশোরীদের চিত্কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ২ জনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। শাসন থানায় অভিযোগ দায়ের হয়। ৩ অভিযুক্ত এখনও পলাতক। অভিযুক্তদের খোজ করছে পুলিস।
Tags: