শান্তি ফিরল, তবে জট কাটল না ভাঙড়ে

হঠাত্‍ই উঠে গেল ভাঙড়ের অবরোধ। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি জানিয়ে দিল প্রতিরোধ তুলে নিচ্ছে তারা। তবে আন্দোলন চলবে। সকাল আটটা নাগাদ এই ছিল ভাঙড়ের ছবি। আঠারোটি জায়গায় পথরোধ। অনড় আন্দোলনকারীরা। 

Updated By: Jan 27, 2017, 06:39 PM IST
শান্তি ফিরল, তবে জট কাটল না ভাঙড়ে

ওয়েব ডেস্ক: হঠাত্‍ই উঠে গেল ভাঙড়ের অবরোধ। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি জানিয়ে দিল প্রতিরোধ তুলে নিচ্ছে তারা। তবে আন্দোলন চলবে। সকাল আটটা নাগাদ এই ছিল ভাঙড়ের ছবি। আঠারোটি জায়গায় পথরোধ। অনড় আন্দোলনকারীরা। 

সকাল আটটা নাগাদ এই ছিল ভাঙড়ের ছবি। আঠারোটি জায়গায় পথরোধ। অনড় আন্দোলনকারীরা। একদিকে নোয়াই খাল। অন্যদিকে নিউটাউন। একপাশে রাজারহাট। আরেকপাশে শ্যামনগর। আর পাওয়ার গ্রিডকে ঘিরে এই জায়গাগুলিতেই ছিল প্রতিরোধ। সংখ্যায় মোট আঠারো। সকাল সাড়ে দশটা নাগাদ হঠাত্‍ই অবরোধ তোলার ঘোষণা। এই ঘোষণার পরেই দ্রুত বদলে গেল ছবি। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির সদস্যরাই প্রথমে রাস্তা থেকে অবরোধ সরিয়ে দেন। সিগন্যাল রেড, দ্রুত হয়ে গেল সিগন্যাল গ্রিন। ভাঙড়ে জনজীবন দ্রুত স্বাভাবিকের পথে। তবে পাওয়ার গ্রিড প্রত্যাহারের দাবিতে অনড় থাকছে কমিটি। শান্তি ফিরল, তবে জট কাটল না ভাঙড়ে। কী হবে আগামী দিনে? একরাশ জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে অসমাপ্ত পাওয়ার গ্রিড। 

.