উন্নয়নকে সামনে রেখে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাকদা পুরসভা

চাকদার পুরভোটের প্রচারে উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে লড়াইয়ে সিপিআইএম। ১৯৭৩ তিয়াত্তর সাল থেকে এই পুরবোর্ডের দখলে সিপিআইএম। বিগত পুরবোর্ডে বিরোধী আসনে থাকা তৃণমূল তুলছে অনুন্নয়ের অভিযোগ। সবমিলিয়ে জমজমাট চাকদা পুরভোটের লড়াই। নদিয়ার চাকদহে পুরসভার ওয়ার্ড সংখ্যা ২১।

Updated By: Sep 20, 2013, 04:43 PM IST

চাকদার পুরভোটের প্রচারে উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে লড়াইয়ে সিপিআইএম। ১৯৭৩ তিয়াত্তর সাল থেকে এই পুরবোর্ডের দখলে সিপিআইএম। বিগত পুরবোর্ডে বিরোধী আসনে থাকা তৃণমূল তুলছে অনুন্নয়ের অভিযোগ। সবমিলিয়ে জমজমাট চাকদা পুরভোটের লড়াই।নদিয়ার চাকদহে পুরসভার ওয়ার্ড সংখ্যা ২১।
গত পুরভোটে ২০টি ওয়ার্ডের দখল নেয় সিপিআইএম। একটি পায় তৃণমূল। এ বছর মোট ৮টি ওয়ার্ডে ত্রিমুখি লড়াই। তেরোটি ওয়ার্ডে সিপিআইএমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল। 
ভোটপ্রচারে বেরিয়ে উন্নয়নকেই হাতিয়ার করছে সিপিআইএম। যদিও জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল।
 
 

.