মহালয়া উপলক্ষ্যে পিকনিকে বচসার জেরে খুন!
পিকনিকে বচসার জের। যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কৃষ্ণনগরের কোতয়ালি থানার জোড়া কুঠি এলাকায়। এলাকার বাসিন্দা বাবু মাহাত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই মহালয়া উপলক্ষ্যে পিকনিক করছিল। পুলিসের প্রাথমিক অনুমান, পিকনিকেই মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবু। প্রথমে তর্কাতর্কি। তারপর বাড়তে থাকে উত্তেজনা।
![মহালয়া উপলক্ষ্যে পিকনিকে বচসার জেরে খুন! মহালয়া উপলক্ষ্যে পিকনিকে বচসার জেরে খুন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/30/67133-picnic30-9-16.jpg)
ওয়েব ডেস্ক: পিকনিকে বচসার জের। যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কৃষ্ণনগরের কোতয়ালি থানার জোড়া কুঠি এলাকায়। এলাকার বাসিন্দা বাবু মাহাত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই মহালয়া উপলক্ষ্যে পিকনিক করছিল। পুলিসের প্রাথমিক অনুমান, পিকনিকেই মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবু। প্রথমে তর্কাতর্কি। তারপর বাড়তে থাকে উত্তেজনা।
আরও পড়ুন চার বছর পর অবশেষে ধরা পড়ল পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, তা হাতের বাইরে চলে যায়। আর তার জেরেই খুন হতে হতে হয় তাকে। বাবু মাহাতর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে, পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন শহিদদের জন্য তোলা টাকা, ওড়ানো হল শিল্পীদের সামনে!