মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের অগ্নিপরীক্ষা কাল, জেলার বাইশটি আসনে লড়াই

মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের অগ্নিপরীক্ষা কাল। জেলার মোট বাইশটি আসনে লড়াই। ফারাক্কা, সুতি, সামসেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গির ভোটে চোখ গোটা রাজ্যের। এই বাইশটির মধ্যে দশটিতে জোট হয়নি। বিজেপি প্রার্থী দেওয়ায় লড়াই এখানে চতুর্মুখী। এই আসনগুলিতে ভোট কাটাকাটিতে ফায়দা হতে পারে বলে আশাবাদী তৃণমূল।

Updated By: Apr 20, 2016, 09:45 AM IST
মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের অগ্নিপরীক্ষা কাল, জেলার বাইশটি আসনে লড়াই

ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের অগ্নিপরীক্ষা কাল। জেলার মোট বাইশটি আসনে লড়াই। ফারাক্কা, সুতি, সামসেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গির ভোটে চোখ গোটা রাজ্যের। এই বাইশটির মধ্যে দশটিতে জোট হয়নি। বিজেপি প্রার্থী দেওয়ায় লড়াই এখানে চতুর্মুখী। এই আসনগুলিতে ভোট কাটাকাটিতে ফায়দা হতে পারে বলে আশাবাদী তৃণমূল।

বাইশটির মধ্যে নজরকাড়া কেন্দ্র জঙ্গিপুর, বহরমপুর ও ডোমকল। জঙ্গিপুর কংগ্রেসের প্রেস্টিজ ফাইট। এখানে কংগ্রেসের পরিষদীয় নেতা মহম্মদ সোহরাব লড়ছেন তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে। জোট না হওয়ায় এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সোমনাথ সিংহ রায়। অধীর গড় বহরমপুরেও প্রেস্টিজ ফাইট। এখানে শাসক দলের বিরুদ্ধে জোট প্রার্থী মনোজ চক্রবর্তী। নজর রয়েছে ডোমকল কেন্দ্রেও। এই কেন্দ্রেও সিপিএমের হেভিওয়েট প্রার্থী আনিসুর রহমান। সমঝোতায় না পৌছনোয় প্রার্থী দিয়েছে কংগ্রেসও। এখানে বাম-কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সৌমিক হোসেন।

.