নন্দীগ্রাম নিখোঁজ মামলায় চার্জশিট পেশ

নন্দীগ্রাম নিখোঁজ মামলায় প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ-সহ  ৮৮ জন অভিযুক্তের বিরুদ্ধে আজ হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। ২০০৭ সালে ১০ নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিল থেকে নিখোঁজ হয়েছিলেন ৭ তৃণমূল কর্মী।

Updated By: Jan 30, 2012, 06:44 PM IST

নন্দীগ্রাম নিখোঁজ মামলায় প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ-সহ  ৮৮ জন অভিযুক্তের বিরুদ্ধে আজ হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। ২০০৭ সালে ১০ নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিল থেকে নিখোঁজ হয়েছিলেন ৭ তৃণমূল কর্মী। ঘটনার পর নিখোঁজদের পরিবার হাইকোর্টে হেভিয়াস করপাস দায়ের করে। আদালত ঘটনার তদন্তভার দেয় সিআইডিকে। তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থেকে ৭ জন সিপিআইএম কর্মী ও নেতাকে গ্রেফতার করে সিআইডি। অভিযুক্তদের তালিকায় উঠে আসে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ-সহ একাধিক সিপিআইএম নেতার নাম।

.